Astronut
– 3D Male Realistic Character Art
আমি মোঃ আরিফ আহমেদ বলছি আপনার অপর পাশ থেকে :
আমি Artist Task Website এ, আমার ৩ডি বিষয়ে জ্ঞান শেয়ার করে থাকি প্রতিনিয়ত এবং ৩ডি সফটওয়্যার ,৩ডি মডেলিং , টেক্সটারিং ,রেন্ডারিং বিষয়ে নতুন নতুন টিপস এবং ট্রিকস শেয়ার করে থাকি , আপনি যদি একজন আর্ট লাভার হন বা এই বিষয়ে জানতে এবং শিখতে আগ্রহী হন তাহলে আপনি ৩ডি বিষয়ে অনেক গুরুত্বপূর্ণ আর্টিকেল/ব্লগ এবং ভিডিও এর মাধ্যমে জ্ঞান অর্জন করতে পারেন Artist Task Website থেকে।
৩ডি আর্টের গুরুত্বপূর্ণ কিছু Softwares –
আশা করি, আপনি আমাদের ওয়েবসাইটে শান্তিপূর্ণ সময় উপভোগ করবেন।
-Keep Cool Keep learning – Happy 3D
Maya, MD & Zbrush
Maya & Zbrush
Substance painter & Zbrush
Maya & Zbrush
Unreal Engine & Photoshop
Arnold & Unreal Engine
প্রথমত আমাদের সবার একটি কমন প্রশ্ন যে আমি 3D Animation শিখতে চাই। আমার ও same প্রশ্নটি ছিল যখন আমি শিখা
প্রথমত আমাদের সবার একটি কমন প্রশ্ন যে আমি 3D Animation শিখতে চাই। আমার ও same প্রশ্নটি ছিল যখন আমি শিখা শুরু করি কিন্তু পরবর্তীতে প্রশ্ন পরিবর্তন হতে থাকে।
উদহারণ স্বরূপ :- আমি মডেলিং শিখতে চাই , আমি টেক্সটারিং শিখতে চাই , আমি Character বানানো শিখতে চাই , আমি Hard Surface মডেলিং শিখতে চাই , আমি অ্যানিমেশন শিখতে চাই , আমি Lighting শিখতে চাই , আমি ৩ডি VFX শিখতে চাই , আমি Realistic মডেলিং শিখতে চাই , আমি Rendering শিখতে চাই, ETC …………..
এখন যদি আপনি একে বারে নতুন হয়ে থাকেন তাহলে (উদহারণ স্বরূপ) টপিক গুলো আপনার মাথায় আসবে না ,কারণ আপনি এখনো শুরুই করেননি তো যখন শুরু করবেন এবং আপনার ভালো লাগা তৈরি হবে কোনো সেক্টরে তখন আপনি এই প্রশ্ন গুলো করবেন , মানে হচ্ছে তখন আপনি রেডি কোনো টপিকে এক্সপার্ট হওয়ার জন্যে।
এখানে যারা ইতিমধ্যে 3D Animation শিক্ষা শুরু করেছেন তাদের কাছে (উদহারণ স্বরূপ) টপিক গুলো পরিচিত মনে হবে।
তো আমাদের আগে জানতে হবে যে আসলে 3D Animation জগৎ টিতে কিভাবে কাজ করা হয়ে থাকে এবং আমি কিভাবে কাজ শিক্ষা শুরু করতে পারি ।
3D Animation জগৎ টি অনেক বিসাল একটি জগৎ। যার শুরু আছে শেষ নেই। Modeling থেকে শুরু করে একে বাড়ে 3D Animation Rending পর্যন্ত অনেক গুলো আর্টিস্ট, ধাপে ধাপে কাজ করে এটি সম্পূর্ণ করে থাকে। তো একজনের পক্ষে এই সব গুলো কাজ করা কখনোই সম্ভব না(Modeling থেকে 3D Animation Rendering)।
3D Animation একটা CG PipeLine follow করে কমপ্লিট করা হয়ে থাকে। তো আশা করছি আপনি আপনার প্রশ্নের উত্তর টি পেয়েছেন এবং অবস্যই আরো বিস্তারিত জানার জন্যে এই ভিডিও লিংকটিতে চলে যান(3D Animation PipeLine Video) এবং 3D Animation জগৎ টি সম্পর্কে জানুন যে এটি কিভাবে ধাপে ধাপে সম্পূর্ণ হয়ে থাকে।
এখন চলে আসি আমি কিভাবে 3D Animation শিক্ষা শুরু করতে পারি ?
উত্তরঃ 3D মডেলিং দিয়ে 3D আর্ট শিক্ষা শুরু করতে পারেন ।
আমি Creative না – আমার দ্বারা কি ৩ডি কাজ / Design সম্ভব ?🤔🤔🫣 😎খুবই Demandfull একটা Question . 🧑💻👩💻 –
আমি Creative না – আমার দ্বারা কি ৩ডি কাজ / Design সম্ভব ?🤔🤔🫣
😎খুবই Demandfull একটা Question .
🧑💻👩💻
– ও ভাই/বোন – মায়ের পেট থেকে কেও ক্রিয়েটিভিটি নিয়ে জন্মায় না। –
✊✊🤝
আপনি আমি যত স্টাডি করবো এবং সেই জিনিসটা নিয়ে সময় স্পেন্ড করবো ততো আইডিয়া তৈরী হবে মাথায়, সুতরাং আশা করছি আপনি এর পর থেকে নিজেকে এবং অন্যকে এই বিষয়ে প্রশ্ন করা থেকে বিরত থাকবেন এবং স্টাডি তে মনোযোগ দিবেন।
🫡🫡🫡
নিজেকে ছোট ভাবার কিছুই নেই – অন্য জন সময় দিয়েছে কিন্তু আপনি এখনো সময় দেননি। এইটা-ই মূল ব্যবধান।
আমার ক্রিয়েটিভিটি জিরো – I believe in Research , Study, Practice then Continue …….✍✍✍
✍✍✍✍✍✍প্রথমে একটা বিষয় জানা দরকার। 3D Standard Software : যে সফ্টওয়ার গুলো ইন্ডাস্ট্রি তে profesionally ভাবে সাপোর্ট দিয়ে থাকে তাদের কে Standard
✍✍✍✍✍✍
প্রথমে একটা বিষয় জানা দরকার।
3D Standard Software :
যে সফ্টওয়ার গুলো ইন্ডাস্ট্রি তে profesionally ভাবে সাপোর্ট দিয়ে থাকে তাদের কে Standard Software বলা হয়ে থাকে বেসিক ভাষায়।
– ধরুন একটা কোম্পানি ৩ডি সফটওয়্যার ব্যবহার করবে কিন্তু যে সফ্টওয়ারটি ব্যবহার করবে তাদের কোনো হেল্প লাইন নেই এবং কাজের মাজ খানে কোনো প্রব্লেম হলে সাপোর্ট দেয়ার মতো কোনো টীম নেই। তো সেই সফ্টওয়ারটি profesionally ব্যবহার করা টা একটা বড়ো কোম্পানির জন্যে খুবই জুকি পূর্ণ।
– আমরা যে সফটওয়্যার গুলো ফ্রি ব্যবহার করে থাকি আর যে সফটওয়্যার গুলো কিনে ব্যবহার করে থাকি তার ভিতরে বিসাল একটি তফাৎ হচ্ছে সাপোর্ট। তো আমরা যারা আমাদের সফটওয়্যার গুলো ব্যবহার করি continuously আমাদের আর্ট তৈরি করার জন্যে , আমাদের ও অনেক সীমাবদ্ধতা আছে , কাজ করতে গেলে বুজা যায়।
– এবার আসি ওপেন সোর্স সফ্টওয়ার বিষয়ে , সবার জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে Blender – এটাকে Non-Standard Software বলা হয় মূলত উপরের এই কারণ গুলোর জন্যে। আরো অনেক কারণ আছে , আমি শুধু একটি নিয়ে কথা বলছি যাতে লেখা টা ছোট এবং যৌক্তি হয় কারণ কমেন্টে অনেকে ভুল বুজে অন্য কিছু লিখবেন।
– এবার আসি আপনি যখন কাজ করতে যাবেন professionally ভাবে ৩ ডি কাজ শিখার পর : ব্লেন্ডার সফটওয়্যার এর কাজ পাবেন ৬০% এবং অন্য সফ্টওয়ার এর কাজ পাবেন ৪০% .
😁😁😁রুক… যারা ——- 😁😁😁
– এখন অনেকে খুশি হয়ে যাবেন যারা ব্লেন্ডার সফটওয়্যার কাজ করেন। অবস্যই ইহা একটি খুবই চমৎকার সফটওয়্যার , আমি নিজেও অনেক ভালোবাসি এই সফ্টোয়ারটিকে। এবং আমি নিজেও কাজ করি।
– এখন আসা যাক ব্লেন্ডার এবং অন্য সফটওয়্যার এর কাজের ধরণ :
✍✍✍✍✍✍
১০০০$ এর একটা ৩ ডি প্রজেক্ট এর মাধ্যমে জিনিস টা বুজা যাক।
***ওপেন সোর্স সফটওয়ারের মাধ্যমে কাজটি করলে, সম্মান পাবেন – ৪০০$
***পেইড সফটওয়ারের মাধ্যমে কাজটি করলে, সম্মান পাবেন -৭০০$
ওকে কাজ একটা ই কিন্তু দাম কেন ডিফারেন্ট – এইটা সম্পূর্ণ কোম্পানি এর উপর ডিপেন্ড করছে। চলুন বুজি এইটা –
কারণ : ✊✊✊✊
++ যে কোম্পানি ৩ ডি কাজ বানানোর জন্যে নিজস্ব কোনো পেইড সফটওয়্যার ব্যবহার করছে না, তাকে খরচ ও কম করতে হচ্ছে এবং তার নিজের বাজেট ও কম। (কারণ হচ্ছে আমরা যারা ৩ডি আর্টিস্ট এবং ওপেন সৌর্স সফ্টওয়ার ব্যবহার করে কাজ গুলো শিখেছি আমাদেরকেও টাকা খরচ করতে হয়নি সফ্টওয়ারটি ব্যবহার করার জন্যে সুতরাং আমি তুলনামূলক কম প্রাইসে কাজ করতে আমার কোনো সমস্যা নেই ) .
অন্যদিকে –
++যে কোম্পানি অলরেডী অনেক টাকা ইনভেস্ট করেছে সফ্টওয়ার কিনার উপরে এবং সে ওই সফটওয়ারের উপরে আর্টিসদেরকে হায়ার করবে যারা এই সফ্টওয়ারটি কিনে ((😁😁তারা জানেনা যে আমরা ক্র্যাক ও ব্যবহার করতে পারি হাহাহাহাহাহা 😁😁 )) ব্যবহার করছে এবং স্ট্যাব্লিস ভাবে কাজ করছে, সুতরাং তার মাইন্ড সেট টা ও অনেক হাই রেঞ্জ থাকে পেইড সফ্টওয়ার এর ক্ষেত্রে।
এই মেথড টা সম্পূর্ণ চলে হচ্ছে স্ট্যান্ডার্ড এর উপরে ৩ ডি ইন্ডাস্ট্রিতে। (not only 3D industry – Almost all industry).
>———————————————————-
সুতরাং আশা করছি আপনি এই সিম্পল মেথড টা বুজতে পেরেছেন।
✍✍✍✍✍✍
অনেকের একটা কমন উত্তরঃ
ব্লেন্ডার চালাতে খুবই সহজ ,
মায়া সফ্টওয়ার চালাতে খুবই কঠিন ,
✍✍✍✍✍✍
আমার পক্ষ থেকে উত্তর টা হচ্ছে : একটার রিসোর্স গুলো খুবই সহজে আপনি পাচ্ছেন আর আরেকটির রিসোর্স গুলো আপনি খুব সহজে পাচ্ছেন না তাই আপনার কাছে এইটা মনে হচ্ছে।🫡
বেপারটা খানিকটা এমন :
iphone চালাতে খুবই কঠিন।
android চালাতে খুবই সহজ।
———————————————————–
✍✍✍✍✍✍
ফিউচার টিপস : ছোট থেকে মাজারি প্রজেক্টের জন্যে ওপেন সোর্স সফ্টওয়ারটি অনেক ভালো কিন্তু আপনি কোনো বড়ো ইন্ডাস্ট্রিতে জব (( স্যালারি রেঞ্জ ৫০০০$-৩০,০০০$) )এর এপলাই করলে প্রথমেই আপনাকে ৩ডি এর জন্যে maya , Zbrush , MD etc পেইড ((😁😁আপনি এবং আমি তো আর কিনে ব্যবহার করবো না , হাহাহাহাঃ😁😁 )) সফ্টওয়ার এর মাস্ট রিকোয়ারমেন্ট লাগবে।
সব শেষে – আমাদের মূল লক্ষ্য হচ্ছে আর্ট । সুতরাং – আপনি যেই টুলস ই ব্যবহার করেন না কেন দিন শেষে as a ৩ডি আর্টিস্ট আমাদের আর্টকে কি আমি ভালো ভাবে ফুটাতে পারছি কিনা সেটা জরুরি।
প্রতিটি সফটওয়্যার ই তার নিজের জায়গা থেকে বেস্ট . Dosn’t matter what Tools/Software you are using .We all looking for ৩D Final Output . Who care what software/Tools you are using .
—————————————————-
🙏🙏🙏🙏🙏
সুতরাং আপনার মূল্যবান সময়টি ভালো সফটওয়্যার বা খারাপ সফটওয়্যার নিয়ে কথা বলে সময় নষ্ট করবেন না।
আমি অনেক আর্টিস্টকে দেখেছি এই কাজটি করতে এবং প্রতিনিয়ত আমার কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন আসে কোন সফ্টওয়ার ব্যবহার করবো , তাই মূলত একটি ছোট উদহারণ দিয়ে আমরা বুঝার চেষ্টা করলাম। এই মতবাদ গুলো সম্পূর্ণ আমার বেক্তিগত জীবন থেকে অর্জন করা , অন্য কেও অন্য ভাবে তার এক্সপেরিয়েন্স অর্জন করতেই পারেন , একে বাড়ে স্বাভাবিক। কারণ সবার জীবনে একই এক্সপেরিয়েন্স হয় না। এক এক জনের টা ভিন্ন। আপনার এক্সপেরিয়েন্স কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমি খুবই খুশি হবো এবং আমি ও আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো।
🙏🙏🙏🙏🙏🙂🙏🙂
ধন্যবাদ লেখাটি পুরো পড়ার জন্য। (more…)
3D Animation এর কাজ শিখার জন্য কি ধরনের computer বা Laptop লাগবে ? – প্রথমত আপনি যেকোনো ডিভাইস দিয়ে শুরু
– প্রথমত আপনি যেকোনো ডিভাইস দিয়ে শুরু করতে পারেন , যেমনঃ computer বা Laptop .
– আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যদি আপনি এখনো কোনো ডিভাইস না কিনে থাকেন তাহলে অবস্যই PC /Computer কিনবেন। কারণ আমাদের ৩ডি কাজ গুলো অনেক ভারি হতে থাকবে এবং আপনার কম্পোনেন্ট/পার্টস upgrade করা লাগতে পারে সুতরাং আপনি যদি কম্পিউটার কিনেন তাহলে আপনি আপগ্রেড করতে পারছেন তার পার্টস গুলো কিন্তু ল্যাপটপ কিনলে সেটি একটা সীমিত পর্যায় প্রজন্ত আপগ্রেড করতে পারবেন এর পর আর পারবেন না।
সুতরাং – কম্পিউটার থাকা টাই বেস্ট।
নুন্যতম কি configuration হতে হবে ৩ডি কাজ শিক্ষার জন্যে ?
– নূন্যতম এই কনফিগারেশন টি থাকলে আপনি ৩ডি কাজ শিখা শুরু করতে পারবেন এবং অনেকদিন কাজ করতে পারবেন । অবস্যই এর থেকে আরো আপগ্রেড কম্পোনেন্ট নিলে বা থাকলে আপনার কাজের জন্যেই সুবিধা।
আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে ফেলুন ( How to choose Best PC for 3D Work ?) , তাহলে আপনিই বাছাই করতে পারবেন যে কোন কম্পোনেন্ট গুলো আপনার ৩ডি কাজের জন্যে বেস্ট হবে।
Course Key Topic * Human Body Anatomy * Human Face Anatomy * Full Body and Face Sculpting * Character Pipeline
Course Key Topic * Human Body Anatomy * Human Face Anatomy * Full Body and Face Sculpting * Character Pipeline * Texturing * Lighting * Rendering
3D Character intermediate Course in Bangla কোর্সটি করতে হলে কি আমাদের আগে থেকে কিছু জানা লাগবে ?
এই কোর্সটির উদ্দেশ্য কি ?
3D Character intermediate Class কোর্সটি করে আমরা কি কি শিখতে পারবো এবং জানবো ?
আমরা কোন কোন সফ্টওয়ার শিখবো ? Etc প্রশ্নের কিছু উত্তরঃ
এই কোর্সটি করতে হলে আপনাকে আগে থেকে Maya Software এবং Zbrush Software এর বেসিক জানা লাগবে অবস্যই ।
এই কোর্সটি intermediat level course .
course টি সাজানো হয়েছে শুধুমাত্র Intermediat label আর্টিস্টদের জন্যে।
এই কোর্সটিতে আমরা 3D Character এর বিস্তারিত আলোচনা করবো এবং অনেক গুলো গুরুত্বপূর্ণ ৩ডি সফ্টওয়ারের কাজ শিখবো।
সফটওয়্যার গুলো হচ্ছে – Zbrush , Maya , Substance painter .
কিছু common প্রশ্নের উত্তর : যেমন: আমরা কি শিখবো এই কোর্সটি থেকে।
etc প্রোপার গাইডলাইন থাকবে এই কোর্সে।
Modeling -> UV -> Texturing -> Material Using -> Shading -> Lighting -> Render -> Compositing .
আমাদের এই ০৬ মাসের কোর্সে মূল উদ্দেশ্য থাকবে , ***3D character Pipeline*** পরিপূর্ন ভাবে দেখা এবং industry Standard অনুযায়ী কিভাবে কাজ করে সেই গুলো কে শিখা এবং জানা ।
আমরা প্রফেশনাল লেভেল এর কাজ কিভাবে করে থাকি , সেই পাইপলাইন গুলো দেখবো এবং শিখবো।
কিছু লাইভ প্রজেক্ট এর কাজ করবো এবং আলোচনা করবো।
কোর্সের শেষ পর্যায়ে আমরা আর্নিং বিষয়ে বিস্তারিত জানবো : আমাদের ৩ ডি স্কিল গুলোকে কাজে লাগিয়ে কিভাবে প্রফেশোনাল কাজ করতে পারি।
Keep cool, Keep learning .
Course Price : ৫০,০০০/= টাকা। Course Duration : 08 Months .
Facebook-square Feather-youtube Artstation
Artist Task is an E-Learning Platform created with the sole intention of teaching 3D in Bangla Language.
Trade L #: TRAD/DNCC/005527/2023
TIN: 171297971371
Company Policy
Contact us
দাগ-১০০১৮, পূরবী ,পূর্ব নুরের চালা,লেন-৫,ভাটারা,ঢাকা-১২১২।
E-mail: artisttask@gmail.com
Mobile: +880-1816877248
Course Price : ৬,৫০০/= টাকা। এই কোর্সটির সম্পূর্ণ Real Time / Non Skip course রেকর্ডেড অবস্থায় কমপ্লিট আছে । আপনি কোর্সে জয়েন করেই শিখা শুরু করে দিতে
এই কোর্সটির সম্পূর্ণ Real Time / Non Skip course রেকর্ডেড অবস্থায় কমপ্লিট আছে । আপনি কোর্সে জয়েন করেই শিখা শুরু করে দিতে পারবেন । এই কোর্সে সর্ব মোট ৪২ টি ক্লাস রয়েছে এবং সর্বমোট ২৫ ঘন্টা + সময় । এই কোর্সটি সম্পূর্ণ অনলাইন রেকর্ডেড কোর্স।
০১ . কার জন্য এই কোর্সটি পারফেক্ট ??
এই কোর্সটি এমন ব্যক্তিদের জন্য ডিজাইন করা হয়েছে যাদের Zbrush এর কোন পূর্ব জ্ঞান নেই এবং যারা Zbrush software টি অনেক দিন ধরে ব্যবহার করছেন কিন্তু পরিপূর্ণ গেয়ান না থাকার কারণে নিজের ৩ডি আর্টগুলোকে ভালো ভাবে করতে পারছেন না । এই course এ Zbrush এর অনেক বিস্তারিত আলোচনা করা হয়েছে। কোর্সের শেষে, student রা Zbrush-এ একটি শক্ত ভিত্তি পাবে এবং আত্মবিশ্বাসের সাথে তাদের নিজস্ব ডিজিটাল আর্টওয়ার্ক তৈরি করতে সক্ষম হবে।
০২. Real Time / Non Skip Zbrush বাংলা course
এই কোর্সটি সম্পূর্ণ Real Time / Non Skip course . অর্থাৎ আমরা একে বারে ০ (জিরো) থেকে একটি প্রজেক্টে কিভাবে কমপ্লিট করতে পারি সেই গুলো Step By Step দেখবো কোনো কিছু skip না করে। তাহলে আমরা বুজতে পারবো যে আমরা প্রজেক্ট করতে গিয়ে যত ধরণের সমস্যা এর মুখ-মুখী হই , সেগুলো কিভাবে সমাধান করে আবার সামনের দিকে আগাতে পারি। সবকিছু Live দেখবো।
০৩. Zbrush ফ্রি ক্লাস
এই কোর্সটিতে জয়েন করার আগে অবস্যই ফ্রি ক্লাস গুলো দেখে নিতে পারেন , কোর্সের মান যাচাই করার জন্যে। ফ্রি ক্লাস গুলো পাবেন। 3D Artist Task Facebook page এ এবং Artist Task Youtube channel এ।
০৪. পুরো কোর্সটির সময়কাল
= ২৫ ঘন্টা +
০৫. Discord Support channel.
কোর্স এর সাথে থাকছে Discord Support channel সুতরাং আপনার ক্লাস চলাকালীন যেকোনো
ধরণের প্রশ্ন আমাকে করতে পারবেন এবং সেটিকে সমাধান করে সামনের দিকে আগাতে পারবেন।
০৬. সর্বমোট ক্লাস
৪২ টি ক্লাস।
Key Highlights:
এই কোর্স থেকে আমরা কি শিখবো :
সচরাচর প্রশ্ন সমূহ (FAQ):
উত্তরঃ ৬,৫০০/= টাকা।
উত্তরঃ আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্সটি করতে পারবেন। আর কাজ করার সময় প্রব্লেম ফেস করলে , ডিসকোর্ড এ সরাসরি হেল্প পাবেন।
উত্তরঃ এটি একটি ৩ডি মডেলিং কোর্স। অ্যানিমেশন কোর্স নয়।
উত্তরঃ DBBL/ Bkash payment getway দিয়ে মূল্য পরিষদ করলেই কোর্সের লাইফ টাইম এক্সেস পেয়ে যাবেন .
উত্তরঃ অবস্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্যে আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো ধরণের প্রশ্ন করতে পারবেন।
উত্তরঃ এই কোর্সটি সম্পূর্ণ অনলাইন রেকর্ডেড কোর্স।
উত্তরঃ জি আছে । আমাদের মোট ০৪ ধরণের কোর্স রয়েছে। ১। ০৬ মাস Online Live Bangla 3D Beginner Masterclass কোর্স। ২। Recorded ০৬ মাস Bangla 3D Beginner Master Class কোর্স। ৩। ০৬ মাস Online Live 3D Character intermediate কোর্স। ৪। Recorded Zbrush for Absolute Beginners in Bangla কোর্স।
– Core-i-3 + , 7th generation + – Ram – 16GB (3200mhz speed) + – 256 – SSD/HDD + – GPU – 2GB + – Monitor 22 inch + – Graphics Tablet
উত্তরঃ জি না।
উত্তরঃ অবস্যই । Course Outline Link : - https://rb.gy/7lr5s
উত্তরঃ জি পারবেন কিন্তু এই কোর্সে কিভাবে Freelancing করতে হয় সেটি দেখানো হয়নি কারণ ০২ টি (৩ডি আর্ট ,ফ্রীলেন্সিং ) সম্পূর্ণ ভিন্ন জগত। এই কোর্সে সম্পূর্ণ ৩ডি আর্ট শিখার উপর প্রাধান্য দেয়া হয়েছে।
উত্তরঃ অবস্যই আপনার জন্যে ভালো হবে এই কোর্সটি ,যদি আপনি সম্পূর্ণ নতুন হয়ে থাকেন ৩ডি জগতে। এই কোর্সে একে বারে জিরো থেকে দেখান হয়েছে অর্থাৎ যে আগে কখনো ৩ডি নিয়ে কাজ করে নি সেও এই কোর্স করতে পারবে।
আপনি কোর্সটি নেওয়ার জন্য তৈরি থাকলে **BUY Now** Button টিতে ক্লিক করে পরবর্তী স্টেপ এ যেতে পারেন। যদি আপনার , আমাদের কোর্সটি কিভাবে কিনবেন বা পেমেন্ট করবেন , এই বিষয়ে সাহায্যের দরকার পড়লে আমাদের ফেইসবুক পেজ (www.facebook.com/3dartisttask) এ ম্যাসেজ করুন অথবা সরাসরি কল করুন +880-1816877248 এই নাম্বারে।
Buy Now
Artist Task is an E-Learning Platform created with the sole intention of teaching 3D in Bangla Language.
Trade L #: TRAD/DNCC/005527/2023
TIN: 171297971371
Company Policy
Contact us
দাগ-১০০১৮, পূরবী ,পূর্ব নুরের চালা,লেন-৫,ভাটারা,ঢাকা-১২১২।
E-mail: artisttask@gmail.com
Mobile: +880-1816877248
Course Price : ১৫,০০০/= টাকা। এই কোর্সটির সম্পূর্ণ Real Time / Non Skip course রেকর্ডেড অবস্থায় কমপ্লিট আছে। আপনি কোর্সে জয়েন করেই
Course Price : ১৫,০০০/= টাকা।
এই কোর্সটির সম্পূর্ণ Real Time / Non Skip course রেকর্ডেড অবস্থায় কমপ্লিট আছে। আপনি কোর্সে জয়েন করেই শিক্ষা শুরু করে দিতে পারবেন । এই কোর্সে সর্ব মোট ৫৩ টি ক্লাস রয়েছে এবং সর্বমোট ৮৮ ঘন্টা + সময়।
এই কোর্সটি ০৬ মাস এর কোর্স , যা আমরা ক্লাস করে কমপ্লিট করেছি ফুল কোর্স।
উত্তরঃ——————————————————
এই কোর্সটি করতে হলে আপনাকে আগে থেকে কোনো কিছু জানা লাগবে না।
এই কোর্সটি Beginner থেকে intermediat level course .
course টি সাজানো হয়েছে জিরো (০) – Intermediat label আর্টিস্টদের জন্যে।
এই কোর্সটিতে আমরা ৩ডি এর বিস্তারিত আলোচনা করেছি এবং অনেক গুলো গুরুত্বপূর্ণ ৩ডি সফ্টওয়ারের কাজ শিখেছি।
সফটওয়্যার গুলো হচ্ছে – Zbrush , Maya , Substance painter , Unreal Engine .
কিছু common প্রশ্নের উত্তর : যেমন: আমরা কি শিখবো এই কোর্সটি থেকে।
etc প্রোপার একটি গাইডলাইন থাকবে এই কোর্সে।
Modeling -> UV -> Texturing -> Material Using -> Shading -> Lighting -> Render -> Compositing .
আমাদের এই ০৬ মাসের কোর্সে মূল উদ্দেশ্য থাকবে , প্রতিটা সফটওয়ারের বিস্তারিত জেনে কি ভাবে আমাদের কাজ কে খুব সুন্দর ভাবে করতে পারি , সেই জিনিস গুলো শিখবো এবং জানবো।
আমরা প্রফেশনাল লেভেল এর কাজ কিভাবে করে থাকি , সেই পাইপলাইন গুলো দেখবো এবং শিখবো।
কিছু লাইভ প্রজেক্ট এর কাজ করবো এবং আলোচনা করবো।
কোর্সের শেষ পর্যায়ে আমরা আর্নিং বিষয়ে বিস্তারিত জানবো : আমাদের ৩ ডি স্কিল গুলোকে কাজে লাগিয়ে কিভাবে প্রফেশোনাল কাজ করতে পারি। এর জন্যে আমাদের অনেক গুলো ক্লাস থাকবে।
এই কোর্সের সাথে যা যা থাকছে।
১। কোর্সটির প্রাইস কত ? উত্তরঃ ১৫,০০০/= টাকা। ২। কোর্সটি কিভাবে করবো ? উত্তরঃ আপনি অনলাইনে ঘরে বসে আপনার সুবিধামত সময়ে কোর্সটি করতে পারবেন। আর কাজ করার সময় প্রব্লেম ফেস করলে , ডিসকোর্ড এ সরাসরি হেল্প পাবেন। ৩। আমি কি ভাবে এই কোর্সটি কিনবো ? উত্তরঃ DBBL / Bkash payment getway দিয়ে মূল্য পরিষদ করলেই কোর্সের লাইফ টাইম এক্সেস পেয়ে যাবেন . ৪। কোর্সের শেষে বা চলাকালীন কোনো প্রশ্ন থাকলে সাপোর্ট পাওয়া যাবে কি ? উত্তরঃ অবস্যই। কোর্সের এনরোল করা মেম্বার্সদের জন্যে আছে প্রাইভেট ফোরাম। সেখানে তারা কোর্স সম্পর্কিত যেকোনো ধরণের প্রশ্ন করতে পারবেন।সচরাচর প্রশ্ন সমূহ (FAQ):
Buy Nowআপনি কোর্সটি নেওয়ার জন্য তৈরি থাকলে **BUY Now** Button টিতে ক্লিক করে পরবর্তী স্টেপ এ যেতে পারেন। যদি আপনার , আমাদের কোর্সটি কিভাবে কিনবেন বা পেমেন্ট করবেন , এই বিষয়ে সাহায্যের দরকার পড়লে আমাদের ফেইসবুক পেজ (www.facebook.com/3dartisttask) এ ম্যাসেজ করুন। আমাদের প্রতিনিধি আপনাকে এই বিষয়ে সাহায্য করবে। 🙂
Artist Task is an E-Learning Platform created with the sole intention of teaching 3D in Bangla Language.
Trade L #: TRAD/DNCC/005527/2023
TIN: 171297971371
Company Policy
Contact us
দাগ-১০০১৮, পূরবী ,পূর্ব নুরের চালা,লেন-৫,ভাটারা,ঢাকা-১২১২।
E-mail: artisttask@gmail.com
Mobile: +880-1816877248
3D Beginner Masterclass কোর্সটি করতে হলে কি আমাদের আগে থেকে কিছু জানা লাগবে ?এই কোর্সটির উদ্দেশ্য কি ? Live Bangla
এই কোর্সটি করতে হলে আপনাকে আগে থেকে কোনো কিছু জানা লাগবে না।
এই কোর্সটি Beginner থেকে intermediat level course .
course টি সাজানো হয়েছে জিরো (০) – Intermediat label আর্টিস্টদের জন্যে।
এই কোর্সটিতে আমরা ৩ডি এর বিস্তারিত আলোচনা করবো এবং অনেক গুলো গুরুত্বপূর্ণ ৩ডি সফ্টওয়ারের কাজ শিখবো।
সফটওয়্যার গুলো হচ্ছে – Zbrush , Maya , Substance painter , Unreal Engine .
কিছু common প্রশ্নের উত্তর : যেমন: আমরা কি শিখবো এই কোর্সটি থেকে।
etc প্রোপার একটি গাইডলাইন থাকবে এই কোর্সে।
Modeling -> UV -> Texturing -> Material Using -> Shading -> Lighting -> Render -> Compositing .
আমাদের এই ০৬ মাসের কোর্সে মূল উদ্দেশ্য থাকবে , প্রতিটা সফটওয়ারের বিস্তারিত জেনে কি ভাবে আমাদের কাজ কে খুব সুন্দর ভাবে করতে পারি , সেই জিনিস গুলো শিখবো এবং জানবো।
আমরা প্রফেশনাল লেভেল এর কাজ কিভাবে করে থাকি , সেই পাইপলাইন গুলো দেখবো এবং শিখবো।
কিছু লাইভ প্রজেক্ট এর কাজ করবো এবং আলোচনা করবো।
কোর্সের শেষ পর্যায়ে আমরা আর্নিং বিষয়ে বিস্তারিত জানবো : আমাদের ৩ ডি স্কিল গুলোকে কাজে লাগিয়ে কিভাবে প্রফেশোনাল কাজ করতে পারি। এর জন্যে আমাদের অনেক গুলো ক্লাস থাকবে।
Course Price : ২৯,০০০/= টাকা।
Artist Task is an E-Learning Platform created with the sole intention of teaching 3D in Bangla Language.
Trade L #: TRAD/DNCC/005527/2023
TIN: 171297971371
Company Policy
Contact us
দাগ-১০০১৮, পূরবী ,পূর্ব নুরের চালা,লেন-৫,ভাটারা,ঢাকা-১২১২।
E-mail: artisttask@gmail.com
Mobile: +880-1816877248
– 3D Male Realistic Character Art
– 3D Female Character Art
Sculpted in ZBrush, Cloth Making in ZBrush. Render in ZBrush, consisting of Adobe Premiere Pro.
Final Compositing in photoshop
– 3D Realistic Character Art
Every project has new challenges and I Learn lots of detailed work from this project. it’s my pleasure to work on this project.
Working progress Software used – Zbrush – Maya – Photoshop.
Sculpting – I was sculpting everything by my hand, no XYZ texture.
Texture – Albedo, specular, Displacement map from Zbrush Poly Paint.
Hair – Xgen-Maya.
Render – Maya – Arnold.
– 3D Artist with a Tablet , Anywhere
আমি 3D মাস্টারক্লাস কোর্স নেওয়ার সময় এই শিল্পটি তৈরি করেছি।
I created this art while taking the 3D Masterclass course.
– 3D Ape Character Art
Ape 3d Character modeling and Rendering for the NFT project.
working progress – character sculpts on Zbrush, UV makes on Maya, texturing on SUbstance painter, Final render on Maya Arnold. Final compositing on Photoshop.
Hope you guys Like it.
– 3D Print Realistic Character Art
Albert Camus portrait 3d model. portrait sculpting
Here is the likeness of Sir Albert Camus. Albert Camus was a French philosopher, author, and journalist. the second-youngest recipient in history.. the base sculpts in Zbrush starting with a dynamesh shape. approximately 1 day needed.
after happy with the sculpting using keyshot for quick render and play with some light ..
আমার নাম মোঃ আরিফ আহমেদ। আমি ২০১৬ থেকে ৩ডি শিক্ষা শুরু করি , বিভিন্ন জায়গাতে (দেশে এবং বিদেশে) এবং আস্তে আস্তে নিজেকে ৩ডি বিষয়ে দক্ষ বানানোর চেষ্টা করি এবং পাশাপাশি ৩ ডি প্রজেক্ট গুলোতে কাজ করতে থাকি। আমি একজন Computer science engineer, কম্পিউটার নিয়ে স্টাডি করতে খুবই পছন্দ করি ছোটবেলা থেকে। তাই অনেক সেক্টরে কাজ করার সৌভাগ্য হয়েছে।
উদহারণ স্বরূপ : ওয়েব-ডেভেলপার , ইউটুব ডিজিটাল ক্রিয়েটর , ডিজিটাল মার্কেটিং। ২০১৩ সাল থেকে ফ্রীলেনসিং ক্যারিয়ার এর সাথে সংযুক্ত আছি। অনেকগুলো টপিকে কাজ করার পাশা-পাশি আমার ৩ডি আর্টের প্রতি অনেক ভালোবাসা ছিল এবং দুর্বলতা ছিল কিন্তু কোন resource পাইনি বলে আগাতে পারিনি ,এই সেক্টরে বন্ধু/পরিচিত কেও ছিল না। একটা সময় কিছু আর্ট রিলেটেড resource খুঁজে পাই আর তখন থেকেই নিজের আর্ট গুলো কে বানানো শুরু করি, ভালো লাগা থেকে এবং পরিপূর্ণ ভাবে নিজের ক্যারিয়ার কে ৩ডি তে কনভার্ট করি , ৩ডি সেক্টরটি অনেক অনেক বেশি বড় আর আমি এমন একটি টপিক খুজতেছিলাম যেটিতে সারা জীবন স্টাডি করলেও ফুরাবে না এবং জীবিকা নিয়ে কোন চিন্তা থাকবে না । তো আমার জ্ঞান এর খুদা মিটানোর জায়গা মিলে গেল ৩ডি জগতে , তার পর থেকে আজ প্রজন্ত স্টাডি করছি এবং কাজ করে যাচ্ছি।
আমার কাছে ৩ডি আর্টটি হচ্ছে নিজের চিন্তা-ভাবনা গুলোকে বাস্তবে রূপ দিতে পারা এবং তার মাধ্যমে অন্যকে সাহায্য করে জীবিকা অর্জন করা। অবশ্যই এটি একটি খুবই চাহিদা সম্পন্ন ক্যারিয়ার এবং আমি এটি করতে ভালোবাসি। আমি বর্তমানে ৩ডি অর্গানিক এবং হার্ডসারফেস মডেলিং নিয়ে কাজ করছি ফ্রীল্যান্সিং সেক্টরে এবং একটি গেম ও মুভি ইন্ডাস্ট্রিতে , আমার ভালোলাগার টপিক হচ্ছে অর্গানিক (ক্যারেক্টার) মডেলিং।
৩ডি টিচিং দেয়ার মূল উদ্দেশ্য হচ্ছে : আমরা যারা নতুন শিক্ষার্থীরা ৩ডি আর্ট শিখতে চাই এবং এই বিষয়ে ক্যারিয়ার গর্তে চাই কিন্তু বাংলা ভাষায় ৩ডি আর্ট এর রিসৌর্স অনেক অনেক কম হওয়ায় আমরা বেশি দূর আগাতে পারিনা এবং কিছু দূর গিয়ে থেমে যাই সঠিক গাইড লাইনের অভাবে সুতরাং আমার বেক্তিগত জীবনেও এইরকম টি হয়েছিল তাই আমার জীবন থেকে ৩ডি আর্টের অভিজ্ঞতা গুলোকে কাজে লাগিয়ে নতুনদের কাছে ৩ডি আর্টের সঠিক দিক গুলোকে তুলে ধরতে পারি এবং শিখাতে পারি সেই জন্যেই আমি ৩ডি শিখিয়ে থাকি।
এই জায়গাটিতে অনেক ধৈর্য নিয়ে কাজ শিখতে হয়।
Keep Cool , Keep Learning . Happy 3D .🙏🖤🖤🖤🙏
Artist Task is an E-Learning Platform created with the sole intention of teaching 3D in Bangla Language.
Trade L #: TRAD/DNCC/005527/2023
TIN: 171297971371
Contact us
দাগ-১০০১৮, পূরবী ,পূর্ব নুরের চালা,লেন-৫,ভাটারা,ঢাকা-১২১২।
E-mail: artisttask@gmail.com
Mobile: +880-1816877248
Copyright © 2023. All rights reserved by Artist Task