✍✍✍✍✍✍
প্রথমে একটা বিষয় জানা দরকার।
3D Standard Software :
যে সফ্টওয়ার গুলো ইন্ডাস্ট্রি তে profesionally ভাবে সাপোর্ট দিয়ে থাকে তাদের কে Standard Software বলা হয়ে থাকে বেসিক ভাষায়।
– ধরুন একটা কোম্পানি ৩ডি সফটওয়্যার ব্যবহার করবে কিন্তু যে সফ্টওয়ারটি ব্যবহার করবে তাদের কোনো হেল্প লাইন নেই এবং কাজের মাজ খানে কোনো প্রব্লেম হলে সাপোর্ট দেয়ার মতো কোনো টীম নেই। তো সেই সফ্টওয়ারটি profesionally ব্যবহার করা টা একটা বড়ো কোম্পানির জন্যে খুবই জুকি পূর্ণ।
– আমরা যে সফটওয়্যার গুলো ফ্রি ব্যবহার করে থাকি আর যে সফটওয়্যার গুলো কিনে ব্যবহার করে থাকি তার ভিতরে বিসাল একটি তফাৎ হচ্ছে সাপোর্ট। তো আমরা যারা আমাদের সফটওয়্যার গুলো ব্যবহার করি continuously আমাদের আর্ট তৈরি করার জন্যে , আমাদের ও অনেক সীমাবদ্ধতা আছে , কাজ করতে গেলে বুজা যায়।
– এবার আসি ওপেন সোর্স সফ্টওয়ার বিষয়ে , সবার জনপ্রিয় একটি সফটওয়্যার হচ্ছে Blender – এটাকে Non-Standard Software বলা হয় মূলত উপরের এই কারণ গুলোর জন্যে। আরো অনেক কারণ আছে , আমি শুধু একটি নিয়ে কথা বলছি যাতে লেখা টা ছোট এবং যৌক্তি হয় কারণ কমেন্টে অনেকে ভুল বুজে অন্য কিছু লিখবেন।
– এবার আসি আপনি যখন কাজ করতে যাবেন professionally ভাবে ৩ ডি কাজ শিখার পর : ব্লেন্ডার সফটওয়্যার এর কাজ পাবেন ৬০% এবং অন্য সফ্টওয়ার এর কাজ পাবেন ৪০% .
😁😁😁রুক… যারা ——- 😁😁😁
– এখন অনেকে খুশি হয়ে যাবেন যারা ব্লেন্ডার সফটওয়্যার কাজ করেন। অবস্যই ইহা একটি খুবই চমৎকার সফটওয়্যার , আমি নিজেও অনেক ভালোবাসি এই সফ্টোয়ারটিকে। এবং আমি নিজেও কাজ করি।
– এখন আসা যাক ব্লেন্ডার এবং অন্য সফটওয়্যার এর কাজের ধরণ :
✍✍✍✍✍✍
১০০০$ এর একটা ৩ ডি প্রজেক্ট এর মাধ্যমে জিনিস টা বুজা যাক।
***ওপেন সোর্স সফটওয়ারের মাধ্যমে কাজটি করলে, সম্মান পাবেন – ৪০০$
***পেইড সফটওয়ারের মাধ্যমে কাজটি করলে, সম্মান পাবেন -৭০০$
ওকে কাজ একটা ই কিন্তু দাম কেন ডিফারেন্ট – এইটা সম্পূর্ণ কোম্পানি এর উপর ডিপেন্ড করছে। চলুন বুজি এইটা –
কারণ : ✊✊✊✊
++ যে কোম্পানি ৩ ডি কাজ বানানোর জন্যে নিজস্ব কোনো পেইড সফটওয়্যার ব্যবহার করছে না, তাকে খরচ ও কম করতে হচ্ছে এবং তার নিজের বাজেট ও কম। (কারণ হচ্ছে আমরা যারা ৩ডি আর্টিস্ট এবং ওপেন সৌর্স সফ্টওয়ার ব্যবহার করে কাজ গুলো শিখেছি আমাদেরকেও টাকা খরচ করতে হয়নি সফ্টওয়ারটি ব্যবহার করার জন্যে সুতরাং আমি তুলনামূলক কম প্রাইসে কাজ করতে আমার কোনো সমস্যা নেই ) .
অন্যদিকে –
++যে কোম্পানি অলরেডী অনেক টাকা ইনভেস্ট করেছে সফ্টওয়ার কিনার উপরে এবং সে ওই সফটওয়ারের উপরে আর্টিসদেরকে হায়ার করবে যারা এই সফ্টওয়ারটি কিনে ((😁😁তারা জানেনা যে আমরা ক্র্যাক ও ব্যবহার করতে পারি হাহাহাহাহাহা 😁😁 )) ব্যবহার করছে এবং স্ট্যাব্লিস ভাবে কাজ করছে, সুতরাং তার মাইন্ড সেট টা ও অনেক হাই রেঞ্জ থাকে পেইড সফ্টওয়ার এর ক্ষেত্রে।
এই মেথড টা সম্পূর্ণ চলে হচ্ছে স্ট্যান্ডার্ড এর উপরে ৩ ডি ইন্ডাস্ট্রিতে। (not only 3D industry – Almost all industry).
>———————————————————-
সুতরাং আশা করছি আপনি এই সিম্পল মেথড টা বুজতে পেরেছেন।
✍✍✍✍✍✍
অনেকের একটা কমন উত্তরঃ
ব্লেন্ডার চালাতে খুবই সহজ ,
মায়া সফ্টওয়ার চালাতে খুবই কঠিন ,
✍✍✍✍✍✍
আমার পক্ষ থেকে উত্তর টা হচ্ছে : একটার রিসোর্স গুলো খুবই সহজে আপনি পাচ্ছেন আর আরেকটির রিসোর্স গুলো আপনি খুব সহজে পাচ্ছেন না তাই আপনার কাছে এইটা মনে হচ্ছে।🫡
বেপারটা খানিকটা এমন :
iphone চালাতে খুবই কঠিন।
android চালাতে খুবই সহজ।
———————————————————–
✍✍✍✍✍✍
ফিউচার টিপস : ছোট থেকে মাজারি প্রজেক্টের জন্যে ওপেন সোর্স সফ্টওয়ারটি অনেক ভালো কিন্তু আপনি কোনো বড়ো ইন্ডাস্ট্রিতে জব (( স্যালারি রেঞ্জ ৫০০০$-৩০,০০০$) )এর এপলাই করলে প্রথমেই আপনাকে ৩ডি এর জন্যে maya , Zbrush , MD etc পেইড ((😁😁আপনি এবং আমি তো আর কিনে ব্যবহার করবো না , হাহাহাহাঃ😁😁 )) সফ্টওয়ার এর মাস্ট রিকোয়ারমেন্ট লাগবে।
সব শেষে – আমাদের মূল লক্ষ্য হচ্ছে আর্ট । সুতরাং – আপনি যেই টুলস ই ব্যবহার করেন না কেন দিন শেষে as a ৩ডি আর্টিস্ট আমাদের আর্টকে কি আমি ভালো ভাবে ফুটাতে পারছি কিনা সেটা জরুরি।
প্রতিটি সফটওয়্যার ই তার নিজের জায়গা থেকে বেস্ট . Dosn’t matter what Tools/Software you are using .We all looking for ৩D Final Output . Who care what software/Tools you are using .
—————————————————-
🙏🙏🙏🙏🙏
সুতরাং আপনার মূল্যবান সময়টি ভালো সফটওয়্যার বা খারাপ সফটওয়্যার নিয়ে কথা বলে সময় নষ্ট করবেন না।
আমি অনেক আর্টিস্টকে দেখেছি এই কাজটি করতে এবং প্রতিনিয়ত আমার কাছে এই বিষয় নিয়ে প্রশ্ন আসে কোন সফ্টওয়ার ব্যবহার করবো , তাই মূলত একটি ছোট উদহারণ দিয়ে আমরা বুঝার চেষ্টা করলাম। এই মতবাদ গুলো সম্পূর্ণ আমার বেক্তিগত জীবন থেকে অর্জন করা , অন্য কেও অন্য ভাবে তার এক্সপেরিয়েন্স অর্জন করতেই পারেন , একে বাড়ে স্বাভাবিক। কারণ সবার জীবনে একই এক্সপেরিয়েন্স হয় না। এক এক জনের টা ভিন্ন। আপনার এক্সপেরিয়েন্স কমেন্টের মাধ্যমে শেয়ার করতে পারেন। আমি খুবই খুশি হবো এবং আমি ও আপনার কাছ থেকে অনেক কিছু শিখবো।
🙏🙏🙏🙏🙏🙂🙏🙂
ধন্যবাদ লেখাটি পুরো পড়ার জন্য।
iphone দিয়ে ও কল করা যায় আবার Normal একটা ফোন দিয়ে ও কল করা যায় ,সুতরাং সম্পূর্ণ আপনার উপর ডিপেন্ড করে ব্যাপার গুলো আপনি কিভাবে নিবেন। So keep cool, Keep Learning . Happy 3D . 🙏🤝🙂