3D Animation এর কাজ শিখার জন্য কি ধরনের computer বা Laptop লাগবে ?
– প্রথমত আপনি যেকোনো ডিভাইস দিয়ে শুরু করতে পারেন , যেমনঃ computer বা Laptop .
– আমার পক্ষ থেকে পরামর্শ থাকবে যদি আপনি এখনো কোনো ডিভাইস না কিনে থাকেন তাহলে অবস্যই PC /Computer কিনবেন। কারণ আমাদের ৩ডি কাজ গুলো অনেক ভারি হতে থাকবে এবং আপনার কম্পোনেন্ট/পার্টস upgrade করা লাগতে পারে সুতরাং আপনি যদি কম্পিউটার কিনেন তাহলে আপনি আপগ্রেড করতে পারছেন তার পার্টস গুলো কিন্তু ল্যাপটপ কিনলে সেটি একটা সীমিত পর্যায় প্রজন্ত আপগ্রেড করতে পারবেন এর পর আর পারবেন না।
সুতরাং – কম্পিউটার থাকা টাই বেস্ট।
নুন্যতম কি configuration হতে হবে ৩ডি কাজ শিক্ষার জন্যে ?
– নূন্যতম এই কনফিগারেশন টি থাকলে আপনি ৩ডি কাজ শিখা শুরু করতে পারবেন এবং অনেকদিন কাজ করতে পারবেন । অবস্যই এর থেকে আরো আপগ্রেড কম্পোনেন্ট নিলে বা থাকলে আপনার কাজের জন্যেই সুবিধা।
- – Core-i-3 , 10th generation +
- – Ram – 16GB (3200mhz speed) +
- – 256 – SSD/HDD +
- – GPU – 4GB +
- – Monitor 22 inch +
- – Graphics Tablet (যদি আপনি অর্গানিক ৩ডি মডেলিং শিখতে চান).
আরো বিস্তারিত জানতে এই ভিডিওটি দেখে ফেলুন ( How to choose Best PC for 3D Work ?) , তাহলে আপনিই বাছাই করতে পারবেন যে কোন কম্পোনেন্ট গুলো আপনার ৩ডি কাজের জন্যে বেস্ট হবে।